গাইবান্ধার মালিবাড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বিন্দু বিসর্গ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ। আজ শনিবার সকাল ১১টায় দুই শতাধিক পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ আয়োজনে সহযোগিতা করেন প্রতিরক্ষা অডিট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ আবদুল বাছেত খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিন্দু বিসর্গ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি সম্পাদক গল্পকার সাবেদ আল সাদ, কবি সুলতান উদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজসেবী আবদুল খালেক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার (অব.) ছায়েদ আলী, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাহেরা খাতুন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আশরাফুল আলম, সাংস্কৃতিকজন শাহ আলম বাবলু, কবি পিটু রসিদ, সংগঠনের সাধারণ সম্পাদক কবি গল্পকার শাহাদত হোসেন সুজন সহ-সম্পাদক কামরুল হাসান মনজু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, নাজমুল, সাদেক, সাধন প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত