১৮ জানুয়ারি, ২০২১ ০৬:২১

শ্রীমঙ্গলে রবি মৌসুমে সমলয়ে চাষাবাদের উদ্বোধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে রবি মৌসুমে সমলয়ে চাষাবাদের উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে বোরো ধানের সমলয়ে চাষাবাদের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

রবিবার উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জিলাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্লক প্রদর্শনী কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান জহর বর্ধন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ইউপি সদস্য আব্দুল আহাদ প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সহ-সভাপতি দিপংকর ভট্টাচার্য লিটনসহ স্থানীয় কৃষক ও এলাকাবাসী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ট্রেতে উৎপাদিত ধানের চারা মেশিন দিয়ে বিদ্যালয়ের পাশে তৈরি করা জমিতে রোপন করা হয়।  

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর