২১ জানুয়ারি, ২০২১ ১৯:১৯

পিরোজপুরে ঘর পাবে ১১৭৫ গৃহহীন পরিবার

পিরোজপুর প্রতিনিধি


পিরোজপুরে ঘর পাবে ১১৭৫ গৃহহীন পরিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পিরোজপুরে প্রথম পর্যায়ে ১ হাজার ১৭৫ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে ঘর তৈরি করে দিচ্ছে সরকার।

বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

জেলা প্রশাসক বলেন, আগামী ২৩ জানুয়ারি সারা দেশের ন্যায় জেলার ৭টি উপজেলায় একসঙ্গে প্রথম ধাপে নির্মিত ৩৭৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাস জমির মালিকানা দিয়ে দুই কক্ষবিশিষ্ট ঘর প্রদান করা হবে। পরবর্তী সময়ে নির্মাণাধীন বাকি ৮০০ ঘর পর্যায়ক্রমে ৮০০টি পরিবারকে পুনর্বাসন করা হবে।

২ শতাংশ জমির ওপরে প্রতিটি ঘর তৈরিতে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। প্রত্যেক গৃহে দুটি থাকার রুম, একটি বারান্দা, একটি রান্না ঘর ও একটি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকদের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় ভূমিহীন ও গৃহহীন ১ হাজার ১৭৫টি পরিবারের তালিকা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর