ভোলায় জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচসনা সভা ও শিশু কিশোরদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। আজ সকালে ভোলা জেলা গণগ্রন্থাগার মিলনায়তনে গন্থাগার ও জেলা প্রশাসনের যৌথ উদ্দ্যোগে দিবসটি পালিত হয়েছে।
অধ্যক্ষ জাহান জেব আলমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলা পাঠক ফোরামের আহ্বায়ক ভোলা প্রেসক্লাবের সহ-সভাপতি জুন্নু রায়হান, আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু, জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বই পাঠের গুরুত্ব তুলে ধরে বলেন, আজকের শিশু-কিশোরদের বই পাঠের প্রতি মনোযোগ কমে যাচ্ছে। তারা স্মার্টফোন, ইন্টারনেট, ফেসবুকের প্রতি ঝুঁকে পড়েছে, যা তাদের ভবিষ্যত জীবনকে ক্ষতিগ্রস্ত করছে। তাই শিশু কিশোরদের বই পাঠের প্রতি মনোযোগী করে গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ