ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেনের ধাক্কায় সোহেল রানা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোহেল রানা উপজেলার খামারমুন্দিয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। তিনি কালীগঞ্জের সরকারি মাহাতাব উদ্দিন কলেজের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
শুক্রবার সকালে কালীগঞ্জ উপজেলার বাবরা রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে সোহেল বাড়ি থেকে বের হয়ে মাঠে যাচ্ছিলেন। পথে বাবরা রেল গেটের কাছে খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ
এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
কালীগঞ্জের মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার জামাল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে স্বজনরা সোহেলের মরদেহ বাড়ি নিয়ে গেছেন।
বিডি প্রতিদিন / সালাহ উদ্দীন