নোয়াখালীতে তৃতীয় দিনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ করোনা ভ্যাকসিন নিয়েছেন। মঙ্গলবার দুপুরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে জেলায় কর্মরত সাংবাদিকরা ভ্যাকসিন গ্রহণ করেন।
এ সময় জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, জেলা কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের ফোকালর্পাসন ডা. নিরূপম দাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভ্যাকসিন গ্রহণ শেষে সাংবাদিকরা তাদের ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং অযথা আতঙ্কিত না হয়ে ভ্যাকসিন গ্রহণের আহবান জানান।
বিডি প্রতিদিন/আল আমীন