বগুড়ার শেরপুরে বাবার বাড়িতেই গলায় ফাঁস দিয়ে শান্তনা বেগম (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার বেলা চারটার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামস্থ বাবার বাড়ির একটি শয়নকক্ষ থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত শান্তনা বেগমের বাবা পাশান মিয়া বলেন, বিগত ৩/৪বছর আগে সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার বোয়ালিয়া রানীনগর গ্রামের রাব্বী মিয়ার সঙ্গে তার মেয়েকে বিয়ে দেন। বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার। কোনো সমস্যার কথা শুনিনি। এছাড়া বেশ কিছুদিন ধরে মেয়ে ও জামাই তার বাড়িতেই রয়েছেন। কিন্তু মঙ্গলবার সবার অগোচরে শয়নকক্ষে আত্মহত্যা করেন শান্তনা। পরে থানায় সংবাদ দেওয়া হয়। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান বলে জানান তিনি।
বগুড়ার শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন