দেশের ৫ হাজার ৫শ শিক্ষককে বিশেষ নির্দেশনার মাধ্যমে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ শিক্ষকদের ফেডারেশন দিনাজপুর জেলা শাখার নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দিনাজপুর প্রেস ক্লাবের সন্মুখ সড়কে এমপিওভুক্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনের নেতাকর্মীরা। পরে শিক্ষক প্রতিনিধি দলের সদস্যরা জেলা প্রশাসক কার্য্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। এ সময় বক্তারা বলেন, আমাদের ২৯ বছরের জটিল সমস্যার সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই।
তারা স্মারকলিপিতে বলেছেন, ৫ হাজার ৫শ জন শিক্ষকের সমস্যা সমাধানের জন্য সরকারের প্রতি বাজেটে ১৪৬ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিলেই সকল সমাধান হয়ে যাবে, তাই আমরা শিক্ষামন্ত্রীর মাধ্যমে অনার্স-মাস্টার্সের শিক্ষককে প্রচলিত জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করে এমপিওভুক্তির বিষয়টি সুবিবেচনা দাবি করার দাবি জানান।
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন দিনাজপুর শাখার আহবায়ক মহাদেব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মো. মেহেরাব আলী, দিনাজপুর শাখার সদস্য সচিব জাহিদ হোসেন, রিয়অজুল করিম, শরিফুল ইসলাম, বাবু, মানিক প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন