বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বরিশালে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বিএনসিসি। এছাড়া করোনা থেকে সুরক্ষায় লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
শুক্রবার বেলা ১১টায় খুলনা ফ্লোটিলা বিএনসিসির উদ্যোগে বরিশাল নদী বন্দরে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান।
এসময় সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসান মাহমুদ, লেফটেন্যান্ট কমান্ডার মো. ওমর ফারুক, লেফটেন্যান্ট দেওয়ান রফিকুল আউয়াল, মো. মাকসুদ আলী, মো. জহিরুল ইসলাম, সুরাইয়া আক্তার ও পলি আক্তারসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই