সুনজর সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন এবং পাক্ষিক সুনজরের উদ্যোগে গাজীপুরের কাপাসিয়া উপজেলার তিলশুনিয়া গ্রামের কাজীবাড়ি এলাকায় বনভোজন ও আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী আয়োজনে সংগীত, আবৃত্তি, নৃত্য, খেলাধুলা, কনসার্ট ও লটারির আয়োজন করা হয়।
এসময় সুনজর এর উপদেষ্টা অধ্যাপক ড. মো. নাছিম আখতার চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল, সুনজর এর সভাপতি মো. মোশারফ হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক, কবি, সাহিত্যিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
বিডি প্রতিদিন/আবু জাফর