গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি টিন সেট বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালে গাজীপুরের কোনাবাড়ী আমবাগ রোডে অগ্নিকাণ্ডে পুড়ে যায় ১৮ কক্ষ।
গাজীপুর ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার তোশারেফ হোসেন জানান, সকালে কোনাবাড়ীর জান্নাতুল ফেরদৌস নামক এক নারীর টিন সেটের বসত বাড়িতে আগুন লাগে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন