গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়া গ্রামের মৃত তছুর মিয়ার স্ত্রী নছুমাই বেওয়া গত ৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। সেদিন তাকে গ্রামের পারিবারিক কবস্থানে দাফন করা হয়।
কিন্তু দাফনের ১২ দিন পর আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) নছুমাইয়ের মরদেহটি কবরস্থানের ১০০ গজ দূরে একটি নির্মাণাধীন দোতলা ভবনের নিচ তলায় পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় উৎসুক জনতা লাশ দেখতে ভিড় জমায়।
উপজেলার ধাপেরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রজব আলী বলেন, কবর থেকে কেউ কী কারণে মরদেহটি তুলে ওই বাড়িতে রেখে গেছে তা এখনও বোঝা যাচ্ছে না। মৃতার পরিবার পুনরায় মরদেহটি দাফনের ব্যবস্থা গ্রহণ করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা