গোপালগঞ্জে সম্প্রতি পৃথক ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। বুধবার সকালে জেলা প্রশাসক শাহিদা সুলতানা তার সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা শিশু পরিবারের চতুর্থ শ্রেণির ছাত্র যোবায়ের রহমান সম্প্রতি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। ওই ছাত্রের মা সেলিনা বেগমের হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
এছাড়া গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর হামিদুল ইসলামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তার স্ত্রী পারভিন বেগমের হাতেও এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণি ও গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেনসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বিত্তবানদের ব্যাংকে টাকা ফেলে না রেখে তা দিয়ে সঞ্চয়পত্র কিনে তার লভ্যাংশ দিয়ে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই