গাজীপুরের কালীগঞ্জে অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান চালিয়েছে গাজীপুর পরিবেশ অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দিয়েছেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
গাজীপুর পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বুধবার সকালে পরিচালিত অভিযানে ৪টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় এবং সর্বমোট ২০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। ইটভাটাগুলোর মধ্যে কালীগঞ্জের কলাপাটুয়া এলাকার মেসার্স ফারুক ট্রেডার্স (এমএসএম ব্রিকস) কে ৪ লাখ টাকা, জামালপুর এলাকার মেসার্স ভূঁঞা ট্রেডিং কর্পোরেশনকে ৪ লাখ টাকা, জামালপুর এলাকার মেসার্স হাসেন আলি এন্ড কোং কে ৬ লাখ টাকা এবং মেসার্স আর এফ এস ব্রিক্সকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় এস্কেভেটর মেশিন দিয়ে গুঁড়িয়ে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো: আশরাফ উদ্দিন, সহকারী পরিচালক মো: মমিন ভূঁইয়া। এসময় আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ, গাজীপুর র্যাব-১।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো: আশরাফ উদ্দিন জানান, অবৈধ ইটভাটা বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার