সাপ্তাহিক ছুটির সাথে যোগ হয়েছে একুশে ফেব্রুয়ারির ছুটির টানা ৩দিনের ছুটি। তাই দেশের দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষের ঢল দেখা দিয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে।
আজ শুক্রবার সকাল হতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে ছোটবড় যানবাহনে করে এসব ঘরমুখো মানুষ শিমুলিয়া ঘাটে উপস্থিত হয়। সবাই ফেরি, লঞ্চ ও স্পীডবোটে করে শিমুলিয়া- বাংলাবাজার নৌরুটে পদ্মার পাড়ি দিচ্ছে। এদিকে বাড়তি যাত্রীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে বিআইডাব্লিউটিসি ও বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষকে।
কর্তৃপক্ষ সূত্রে জানাযায়, বর্তমানে ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় হাজার-হাজার যাত্রীর পাশাপাশি ৮শতাধিক যানবাহন অবস্থান করছে।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) সাফায়েত আহমেদ বলেন, 'বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর হতে মানুষের ভিড় বৃদ্ধি পেতে থাকে। শুক্রবার সকালে অত্যাধিক মানুষ পদ্মা পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে শিমুলিয়া ঘাটে উপস্থিত হয়। নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে ৩টি রোরো, ২টি কে টাইপ, ৩টি মিডিয়াম ও ৫টি ডাম্প সহ মোট ১৩টি ফেরি চালু রয়েছে। পর্যায়ক্রমে এসব ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।'
অন্যদিকে, বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাট পরিদর্শক মো. সোলেমান জানান, 'যাত্রী পারাপারে ৮৭টি লঞ্চ ও আড়াইশতাধিক স্পীডবোট নদীতে চলছে।'
বিডি প্রতিদিন / অন্তরা কবির