কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এম. এ মান্নান মানিক ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা নারান্দি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। আজ শনিবার বিকালে খেলায় নারান্দি দল ৯০-৬৩ পয়েন্টে হোসেন্দি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন। এ সময় পাকুন্দিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন, সমাজ সেবক এম. এ মান্নান, নারান্দি ইউপি চেয়ারম্যান ভিপি শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উভয় দলেই জাতীয় দলের খেলোয়াড়রা অংশ নেন। মাঠ উপচে পড়া দর্শক খেলাটি উপভোগ করেন।
চ্যাম্পিয়ন দলকে একটি মোটরসাইকেল ও রানার আপ দলকে একটি ফ্রিজ পুরস্কার দেওয়া হয়। টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ নেয়।
বিডি প্রতিদিন/হিমেল