গ্রেফতারকৃত দুই শ্রমিককের মুক্তির দাবিতে বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৭ জেলায় ১৭ রুটে চলমান বাস ধর্মঘট চরমোনাই দরবার শরীফের ৩ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের কারণে ৩দিন স্থগিত করা হয়েছে। বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতি এবং বরিশাল মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই ধর্মঘট স্থগিত করে।
বরিশাল-পটুয়াখালী বাস মলিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, বরিশালের চরমোনাইর মাহফিলে দেশের বিভিন্নস্থান থেকে অসংখ্য লোক আসেন। তাদের সুবিধার্থে সোমবার থেকে ৩ দিন বাস মালিক ও শ্রমিকরা সকল কর্মসূচি স্থগিত করেছে।
বরিশাল মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম মানিক জানান, রবিবার রাতে বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ যৌথ সভা করে বাস ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে নতুন সিদ্ধান্ত নেয়া হবে।
গত ১৬ ফেব্রুয়ারি সকালে বিআরটিসির কর্মচারীদের হাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে ওই দিন দুপুরে নগরীর রূপাতলী বাস টার্মিনালে মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনার জের ধরে ওই দিনই গভীর রাতে রূপাতলী হাউজিংয়ের বিভিন্ন মেসে ঢুকে বিশ্ববিদ্যালয়ের অন্তত ২০ জন শিক্ষার্থীকে মারধর করে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে ওই রাত থেকে ১৭ ফেব্রুয়ারি বিকেল ৫ টা ১০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়েল সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মুখে তাদের উপর হামলকারী অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করে ১৮ ফেব্রুয়ারি বিকেলে কোতয়ালী থানায় একটি মামলা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মু. মুহসিন উদ্দিন।
এই মামলায় সন্দেহভাজন হিসেবে ১৯ ফেব্রুয়ারি রাতে ২ পরিবহন শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত দুই শ্রমিকের মুক্তির দাবিতে ২০ ফেব্রুয়ারি সকাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৭ জেলায় ১৭ রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করে বাস মালিক-শ্রমিকরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারির জন্য ধর্মঘট স্থগিত করেছিলো মালিক-শ্রমিকরা। এই ধারাবাহিকতায় রবিবার রাতে ফের যৌথ সভা করে চরমোনাই মাহফিলের জন্য সোমবার থেকে ৩ দিনের জন্য ধর্মঘট স্থগিত করে মালিক-শ্রমিকরা।
বিডি প্রতিদিন/আল আমীন