মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক ২০২১ সালে একুশে পদক পেয়েছেন। এজন্য তাকে সংবর্ধনা প্রদান করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন।
রবিবার সন্ধ্যায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার আরো চারজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন। জেলা প্রশাসক ড. মো. আতাউল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই