কুষ্টিয়া শহরের ব্যস্ততম বড়বাজার এলাকার একটি কসমেটিকসের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফাযার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ওই গোডাউনে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রীর পাশাপাশি, বডি স্প্রে ও গ্যাসলাইটার সংরক্ষিত ছিল বলে জানান ব্যবসায়ীরা। এসব দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়।
স্থানীয়রা জানান, শহরের বড় বাজার মসজিদ গলিতে তিনতলা একটি ভবনের দোতলা ও তিনতলায় কসমেটিক্সের গোডাউন ছিল। জাহাঙ্গীর আলম নামের একজন এখানে ব্যবসা করতেন। দুপুর ২টার পর ওই ভবন থেকে ধোঁয়া বের হতে দেখেন ব্যবসায়ীরা। সিসি ক্যামেরায় ধোঁয়া বের হতে দেখে লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে ছুটে যায়। একটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে গেলেও পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও ভবনের ভিতর থেকে প্রচুর ধোঁয়া বের হতে থাকে। এর মধ্যে দুটি ইউনিটের পানি শেষ হয়ে গেলে আরও একটি ইউনিট যোগ দেয়।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক রফিকুল ইসলাম বলেন, দুপুর ৩টার পর আগুন লাগার খবর পেয়ে আমাদের টিম আসে। বিকেল সাড়ে ৫টার পর তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতর শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সামগ্রী পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গোডাউনটিতে পারফিউম, নেইলপলিশ, গ্যাসলাইট মজুদ ছিল। বর্তমানে ভবনটি ব্যবহারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে জানান এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/ফারজানা