২৮ ফেব্রুয়ারি, ২০২১ ২০:৪৮

ভাসানচর পরিদর্শন করল ওআইসির প্রতিনিধি দল

নোয়াখালী প্রতিনিধি

ভাসানচর পরিদর্শন করল ওআইসির প্রতিনিধি দল

অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) প্রতিনিধি দল নোয়াখালীর ভাসানচর পরিদর্শন করেছেন। রবিবার বেলা ১১টায় হেলিকপ্টারযোগে ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আল ডোবেয়ার নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলটি ভাসানচর পৌঁছায়। এরপর রোহিঙ্গাদের জন্য তৈরি ক্লাস্টার (গুচ্ছ গ্রাম) ও আশ্রয় কেন্দ্রসহ বিভিন্নস্থান পরিদর্শন করেন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম জানান, ওআইসির ছয়জন সদস্যসহ মোট ১৮ জন ভাসানচর পরিদর্শনে আসেন। দুপুর ২টায় তারা ভাসানচর ত্যাগ করেন। এসময় তারা ভাসানচরের রোহিঙ্গাদের জন্য তৈরি বিভিন্নস্থান পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এর আগে প্রতিনিধি দলটি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে।

ওআইসি অফিস থেকে জানানো হয়েছে, প্রতিনিধি দলটি শনিবার বাংলাদেশে এসেছে। ২ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন ওআইসির প্রতিনিধি দলের সদস্যরা। সফরকালে তারা রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর