নাটোরে ক্ষুুদ্র নৃ-গোষ্ঠী প্রত্যয়ন ইস্যুসহ নানা সমস্যা নিয়ে জেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানি করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। এ সময় ক্ষুুদ্র নৃ-গোষ্ঠী প্রত্যয়ন ইস্যু, গঞ্জু ও বাগদিসহ অন্যান্য সম্প্রদায়ের নামের শেষে পদবি ব্যবহারগত কারণে উদ্ভুত নানা সমস্যা তুলে ধরেন ইন্সটিটিউট ফর এনভায়নমেন্ট এন্ড ডেভোলপমেন্টের (আইইডি) আইপি ফেলো এবং জাতীয় ক্ষুুদ্র নৃ-গোষ্ঠী পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক কালিদাস রায়, আইইডির এইচআরডি সদস্য ও প্রেসিডিয়াম সদস্য রমানাথ মাহাতোসহ এইচআরডি সদস্যরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, সরকার কর্তৃক প্রকাশিত বর্তমান গেজেটে যে সকল জাতিসত্তার নাম অর্ন্তভুক্ত রয়েছে ওই সকল তালিকাভুক্ত জাতিসত্তার লোকজন দীর্ঘদিন ধরে নামের শেষে অন্য পদবি ব্যবহার করায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রত্যয়নসহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। গেজেটে তালিকাভুক্ত নাটোর জেলায় গঞ্জু, মুন্ডা, উরাও, সাওতাল, বাগদি, পাহাড়ী, ভূমিজসহ অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন বসবাস করছে।
এই সকল সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন ধরেই নামের শেষে সিং, মুন্ডারী, পাহান, হাসদা, কিস্কু, হেমব্রম, এক্কা, রায় প্রভৃতি পদবি ব্যবহার করছেন। কালের বিবর্তনে মূল পদবি পরিবির্তত হয়েছে বলে জানান তারা। এই অবস্থায় গেজেটে তালিকাভুক্ত জাতিসত্ত¡া হওয়া সত্তে¡ও জেলা প্রশাসকের নিকট থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রত্যয়নসহ অন্যান্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। শিক্ষিত বেকার যুবকদের ভবিষ্যত জীবন নষ্ট হয়ে যাচ্ছে বলেও দাবি করেন তারা।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ তাদের অভিযোগ আমলে নিয়ে জানান, মার্চ মাসের মধ্যেই সরেজমিনে পরিদর্শন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট বিশ্লেষণের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের নিকট গেজেট সংশোধনী আনতে সুপারিশসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উদ্ভৃত এই সমস্যা স্থায়ীভাবে সমাধান করা হবে বলেও জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম রাব্বী, জাতীয় ক্ষুুদ্র নৃ-গোষ্ঠী পরিষদের নাটোর জেলা শাখার সভাপতি প্রদীপ লাকড়া, যুগ্ম সাধারণ সম্পাদত যাদু কুমার দাস, সাংগঠনিক সম্পাদক রঘুনাথ এক্কা, বাগাতিপাড়া উপজেলা সভাপতি সত্যেন বাগদি, আইইডির এইচআরডি সদস্য মধাব রায়, প্রফুল্লসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন