৪ মার্চ, ২০২১ ১৪:০০

নেত্রকোনায় হাওর বিষয়ক মন্ত্রণালয়ের দাবি

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় হাওর বিষয়ক মন্ত্রণালয়ের দাবি

নেত্রকোনায় হাওর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন করেছে শহরে থাকা হাওর থানার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আজ বেলা ১২ টায় পৌরসভার সামনের সড়কে এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়। 

হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরামের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা আলাদা করে হাওর মন্ত্রণালয়ের দাবি জানান। 
তারা বলেন, বর্ষায় ফসল হানিতে ক্ষতি সাধিত হয় আপামর মানুষের। এখানকার কৃষকদের একমাত্র ফসলের উপর নির্ভর করতে হয়। কৃষক বাঁচলে দেশ বাঁচবে তাই এটিকে নিয়ন্ত্রণ করতে হলে আলাদা করে মন্ত্রণালয়ের কোনো বিকল্প নেই।

মানববন্ধন চলাকালে বক্তারা হাওরাঞ্চলের উন্নয়নে দ্রুত হাওর বিষয়ক মন্ত্রণালয় স্থাপনের জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন মোহনগঞ্জ, খালিয়াজুরী, ও মদন উপজেলার নেতৃবৃন্দ। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর