টাঙ্গাইলের সখীপুরে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সখীপুর প্রেস ক্লাবের সভাপতি শাকিল আনোয়ার এ শোভাযাত্রা উদ্বোধন করেন। এ শোভাযাত্রা পৌরসভার মুখতার ফোয়ারা চত্বর প্রদক্ষিণ করে ঢাকা-টাঙ্গাইল সড়কের পাশে অবস্থিত ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের সামনে এসে অবস্থান নেয় ।
এ সময় আনোয়ান খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিষয়ের বিভাগীয় প্রধান ও অধ্যাপক ডা. আব্দুস সামাদের নিদের্শনায় সখীপুর ক্যাম্পাসের শাখা ব্যস্থাপক মো. মুবাশ্বির মুরশিদের তত্ত্বাবধানে কয়েকজন ডাক্তার কিডনি রোগ প্রতিরোধ বিষয়ক পরামর্শ প্রদান করেন।
বিডি প্রতিদিন/আল আমীন