নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নয়াগাঁও গ্রামে মনোয়ারা বেগম নামে এক নারীর বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ঘর ভাঙচুর করেছে। এসময় নারী-শিশুসহ পাঁচজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে তারা।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নয়াগাঁও গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার সকালে মনোয়ারাকে ১০-১২ জন দুর্বৃত্ত পিটিয়ে আহত করে। পরে আহত মনোয়ারাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে মনোয়ারা বেগম বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই