বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি অনুযায়ী সব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক এখন বন্ধুত্বপূর্ণ। এরম মধ্যে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক নিবিড়, গভীর ও রক্তের সম্পর্ক রয়েছে। মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের ১ কোটি ২০ লাখ মানুষকে আশ্রয় দিয়েছিল তারা, শুধু তাই নয় ৯টি মাস তারা এসব মানুষের আহার যুগিয়েছিল, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র দেওয়াসহ তাদের সৈন্যরা এসে যুদ্ধ করে, বাংলাদেশ স্বাধীনে অগ্রণী ভূমিকা রেখেছিল। এখানে তাদের বহু সৈন্য প্রাণ হারিয়ে বাংলার মাটি রক্তে রঞ্জিত করেছিল। এখন কারও সঙ্গে বৈরী আচরণে সম্পর্ক নষ্ট হবে, তা হতে পারে না। কারও সঙ্গে কোনো সমস্যা হলে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে। তবে ধর্মের দোহাই দিয়ে সমাজে অস্থিতিশীলতা ও হানাহানি করতে দেওয়া হবে না। তাই আওয়ামী লীগ নেতাকর্মীদের অভ্যন্তরীণ সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এসব অপশক্তি নির্মূল করতে হবে।’
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই। বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে মাত্র। কিন্তুু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসেও এখনো আমরা স্বপ্নের সোনার বাংলা গড়তে পারিনি।’
বিএনপি-জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতাকর্মীদের ১৫ আগস্ট, মার্চ পালন করতে দেননি তারা। তখন দলীয় নেতা-কর্মীদের নির্মম নির্যাতন করেছেন। কিন্তুু আজ রাজনৈতিক কূটকৌশল ও ষড়যন্ত্রের অংশ বিশেষ তারা ৭ মার্চ পালন করছে।’
স্থানীয় ওয়েলকাম রেস্তোরাঁয় জেলা আওয়ামী লীগ আয়োজিত এ সভায় জেলা সভাপতি গোলাম ফারুক পিঙ্কুর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ। আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সফিকুল ইসলাম, সাবেক সভাপতি এম আলা উদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহিম, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান, পৌর মেয়র আবু তাহের, আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ, সফিক মাহমুদ পিন্টু, নুরুল আমিন রাজু, কবির পাটোয়ারী, ইসমাইল হোসেন চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি একে এম সালাহ উদ্দিন টিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমুখ।
এ সময় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ