ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির আয়োজনে বিশ্ব নাট্য দিবস পালন করেছে। পরে নাট্য মঞ্চে দর্শক নন্দিত নাটক বীর বান্টা পরিবেশিত হয়।
শনিবার দিবাগত রাতে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হলো বিশ্ব নাট্য দিবস ও নাটক বীর বান্টার পরিবেশনা।
দিনাজপুর নাট্য সমিতির অধ্যক্ষ, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কাজী বোরহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান তারেক, নাট্য সমিতির নাট্য পরিচালক সম্বিত সাহা সেতু ও বিশিষ্ট নাট্যকার, গবেষক, বীর বান্টা নাটকের নাট্যকার ড. টেটো রেদওয়ান। যুক্তরাজ্যের মঞ্চ, চলচিত্র ও টেলিভিশন অভিনেতা হেলেন মিরেন এর আন্তর্জাতিক বাণী পাঠ করেন নাট্য সমিতির সহঅধ্যক্ষ তরিকুল ইসলাম। বাণী বাংলা অনুবাদ করেন মফিদুল হক।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন নাট্য সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কুমাল উদ্দিন বাচ্চু।
বিডি প্রতিদিন/আল আমীন