এবার কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌর কৃষক লীগ কৃষকের ধান কেটে দিয়েছে।
শুক্রবার সকালে করিমগঞ্জের আশুতিয়া পাড়ায় কৃষক রাজীব মিয়ার ধান কাটা হয়।
কৃষক রাজীব মিয়া কৃষক লীগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বর্তমান দুর্দিনে সরকার কৃষকের পাশে দাঁড়ানোয় কৃষক সহজে ধান কেটে ঘরে তুলতে পারছে।
ধান কাটায় করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এমরান আলী ভূইয়া, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক দীন ইসলাম, পৌর কৃষক লীগের আহ্বায়ক আব্দুল জলিল ও যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান টুকু অংশ নেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন