করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন, অসহায় ও দরিদ্র জনগণের জন্য বাংলাদেশ নৌবাহিনী মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে শনিবার সকালে নগরীর জোড়াগেট ৬ নং বস্তি এলাকায় বানৌজা তিতুমীর কর্তৃক ৩০০টি পরিবারের মাঝে চাল, ডাল, ছোলা, আটা লবণ ও নগদ সহায়তা বিতরণ করেন খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুুরী। একই সাথে নৌবাহিনীর তিনটি ঘাঁটি হতে নির্দিষ্ট এলাকায় ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাস্থ বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির পার্শ্ববর্তী এলাকার বানতিপাড়া লালুয়া ও গোলবুনিয়া এলাকার ২০০টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়। এ ছাড়া নৌ ঘাটি মোংলা কর্তৃক রামপাল, মোংলা ফেরিঘাট ও বুরির ডাঙ্গা এলাকায় ৩০০টি অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ