বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সোরাইয়া খাতুন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু পাঠান গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে। সোমবার বিকেলে নন্দীগ্রাম উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন। দুপুরের দিকে উপজেলার আগাপুর গ্রামে নানির বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার পাঠান গ্রাম থেকে মায়ের সঙ্গে আগাপুর গ্রামে নানি মিনারা বেগমের বাড়িতে বেড়াতে যায় শিশুটি। দুপুরের দিকে সবার অগোচরে বাড়ির পাশে পুকুর ধারে খেলতে যায় সোরাইয়া খাতুন। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে সোরাইয়ার মহদেহ ভেসে ওঠে।
বিডি প্রতিদিন/আল আমীন