দিনাজপুরের বিরামপুরে ফসলের মাঠে হারভেস্টার মেশিনের ধাক্কায় চতুর্থ শ্রেনীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশ হারভেস্টার মেশিন জব্দ করেছে এবং এ ঘটনায় নিহতের ভাই আক্কাস আলী বাদী হয়ে হারভেস্টার মালিক ও চালকের বিরুদ্ধে মামলা করেছে।
মঙ্গলবার বিকালে বিরামপুর উপজেলার কানিকাটাল গ্রামে ধান কাটা মাড়ার আধুনিক যন্ত্র হারভেস্টার মেশিনের ধাক্কায় এ শিশুর মৃত্যু ঘটে। মৃত শিশু মোরসালিন (১০) বিরামপুর উপজেলার কানিকাটাল গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং সে চতুর্থ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের আঠারজানি গ্রামের কামরুজ্জামান বাদশার হারভেস্টার মেশিনে কানিকাটাল মাঠে বোরো ধান কাটার কাজ করছিল। মঙ্গলবার বিকেলে ধান কাটার সময় কানিকাটাল গ্রামের আলমগীর হোসেনের পুত্র মোরসালিনকে মেশিন দ্বারা ধাক্কা দিলে ঘটনাস্থলে সে নিহত হয়। এ ঘটনার পর হারভেস্টার চালক পালিয়ে যায়।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির এর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের ভাই আক্কাস আলী বাদী হয়ে হারভেস্টার মালিক ও চালকের বিরুদ্ধে মামলা করেছেন। হারভেস্টার মেশিনটি জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন