গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড আজিজুল হক নিহত হয়েছে। বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর থানার খাড়াজোরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন সুনামগঞ্জ জেলার ধর্মকশা উপজেলার হলিদা কান্দা গ্রামের মৃত নুরুল হকের ছেলে আজিজুল হক (৪৮)। নিহত ব্যক্তি কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় ইবনে ফয়সালের বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার খাড়াজোরা ফ্লাইওভার ব্রিজ এর পূর্ব পাশ দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মৃত্যুবরণ করেন। পরে ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।
সালনা হাইওয়ে থানার (ওসি) মীর গোলাম ফারুক জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের অনুরোধে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন