রঙ্গন গাছে থোকায় থোকায় ফুল ধরবে। কিন্তু ওই গাছে ডিম ধরেছে। ডিম ধরিয়েছে রাতা রহমান। তিনি দশম শ্রেণির ছাত্রী। স্কুল দীর্ঘ সময় ধরে বন্ধ। তাই মা-ভাইসহ রাতা বর্তমানে অবস্থান করছে বাবার কর্মস্থল কুমিল্লায়। সেখানে তিনি নানা রকম সৃজনশীল কাজ করে চলেছেন।
অনলাইন ক্লাসের পর অবসর সময়ে গাছের ডালে ডালে নান্দনিক কারুকাজ, ছবি আঁকা, বাবার সাথে ছুটির দিনে শাকসবজি চাষ করে এখন সময় পার করছেন রাতা। প্রত্নতত্ত্ব অধিদপ্তর চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমানের একমাত্র মেয়ে রাতা।
শেরে বাংলা নগর গার্লস স্কুলের ছাত্রী রাতা রহমান জানায়, ব্যতিক্রম কিছু করতে পারলে ভালো লাগে তার। তাই ময়নামতি জাদুঘরের রঙ্গন গাছের ডালে ডিম ধরিয়েছে সে। বাসায় যে ডিম খাওয়া হয়, তার খোলস ঝুলিয়ে দিচ্ছে ফুলগাছের কান্ডে। শুরুতে দেখলে যে কেউ অবাক হবেন। ভাববেন, আসলেই বুঝি কোনো ডিম গাছ আছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত