দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. আশরাফুল আলম ফুলিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে, রবিবার রাতে অভিযান চালিয়ে পৌর শহরের কলেজ মোড়ের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আশরাফুল আলম ফুলি বীরগঞ্জ পৌর শহরের কলেজ মোড় এলাকার মো. ইউসুফ আলীর ছেলে এবং বীরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. সোহেল রানা জানান, বীরগঞ্জ পৌর শহরের কলেজ মোড় এলাকার মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী রাবেয়া খাতুন আদালতে দ্রুত বিচার আইনে আশরাফুল আলম ফুলির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটি রবিবার বীরগঞ্জ থানায় রেকর্ড করা হয়। পরে রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আব্দুল মতিন জানান, মো. আশরাফুল আলম ফুলিকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই