মানবতার সেবায় বেদেদের পাশে দাঁড়ালেন বগুড়ার সোনাতলার পরিবেশবাদী সংগঠন ‘পরিবেশ উন্নয়ন পরিবার’। করোনাকালে প্রায় কর্মহীন বেদেদের দুঃখ-দুর্দশা কিছুটা লাঘবের প্রত্যয়ে সংগঠনটির নেতৃবৃন্দ বুধবার বিকালে বগুড়ার সোনাতলা উপজেলার সোনাতলা রেলস্টেশন সংলগ্ন স্থানে অস্থায়ী আবাস গড়া ১৪টি পরিবারের ১০০ জন সদস্যের জন্য খাদ্য সহায়তা নিয়ে হাজির হন।
প্রত্যেক পরিবারকে সংগঠনটির পক্ষ থেকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি মসুর ডাল ও আধা কেজি করে লবণ প্রদান করা হয়।
পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে প্রত্যেককে মাস্ক দেওয়া হয় ও পাখি শিকার না করতে বেদেদের কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়।
ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বাঙালি বার্তা সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন, পরিবেশ উন্নয়ন পরিবারের উপদেষ্টা পলাশ মাহমুদ, পরিবেশ উন্নয়ন পরিবারের সভাপতি ইমরান এইচ মণ্ডল, সাংবাদিক আব্দুর রাজ্জাক, উন্মেষ সাহিত্য সাময়িকী’র সম্পাদক সাজেদুর আবেদীন শান্ত, পরিবেশ উন্নয়ন পরিবারের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, প্রচার সম্পাদক মুক্তার হোসেন, সদস্য সজল শীল ও এম এইচ রাজ।
বিডি প্রতিদিন/কালাম