রংপুর সিটি করপোরেশেনের বাসিন্দাদের মাঝে টিকা প্রদান শুরু হয়েছে। মাত্র ১২ হাজার মর্ডানের করোনার টিকা দিয়ে মঙ্গলবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্রে সকাল থেকে শত শত নারী-পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকাগ্রহণ করতে দেখা গেছে।
রংপুর সিটি করপোরেশনের ১০ লাখের অধিক মানুষ বাস করে। সেখানে মাত্র ১২ হাজার ডোজ টিকা এসেছে। ইতিমধ্যে ২৫ হাজারেরও বেশি মানুষ রেজিস্ট্রেশন করেছে। রংপুর সিটি করপোরেশনের বাসিন্দা ছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাও টিকা দিতে এসেছে।
বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক সৌমিক ও আলফাজ জানান টিকা না নিলে বিশ্ববিদ্যালয় খুলবে না বলে বলা হয়েছে। এরই মধ্যে তাদের জীবন থেকে দেড় বছর চলে গেছে। সেশনজট দীর্ঘ হচ্ছে। সে কারণে তারা টিকা দেবার জন্য রেজিষ্ট্রেশন করেছে এবং মঙ্গলবার টিকা দেবার জন্য তাদের বলা হয়েছে।
রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান জানান, ১২ হাজার ডোজ টিকা এসেছে। দ্বিতীয় ডোজের জন্য আবারো ১২ হাজার ডোজ টিকা আসছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার