সারা দেশের ন্যায় ঝিনাইদহে চলমান কঠোর লকডাউনে মানা হচ্ছে না কোন নির্দেশনা। আইন অমান্য করে বিনা কারণে নানা অজুহাতে বের হচ্ছে মানুষ। সড়কেও বেড়েছে ছোট ছোট যানচলাচল ও লোকসমাগম।
বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বিভিন্ন সড়ক ও গলিতে অন্যান্য দিনের তুলনায় বেড়েছে মানুষের উপস্থিতি। পাশাপাশি খোলা হচ্চে দোকানপাট ব্যবসায় প্রতিষ্ঠান। নিদের্শনা অমান্য করে করা হচ্ছে চলাচল। এদিকে হাট ও বাজারগুলোতে গাদা-গাদি করে কেনা-বেচা করছেন ক্রেতা-বিক্রেতারা। অনেকেই পরছেন না মাস্ক।
এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, কঠোর লকডাউন কার্যকরে জেলা ও উপজেলায় ১১ টি ভ্রাম্যমাণ আদালত নিয়মিত টহল দিচ্ছে। তারা আটকসহ জেল ও জরিমানা পর্যন্ত করছেন। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং করে সচেতনতামূলক প্রচার প্রচারণা চালানো হচ্ছে।
এ ব্যাপারে পুলিশ সুপার মুনতাছিরুল ইসলাম জানান, পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং আমি নিজেই প্রতিদিন মাঠে নেমে জেলা ও উপজেলা শহরে আসা মানুষকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছি। তবে মানুষ যদি সচেতন না হয় তাহলে করোনার সংক্রমণ রোধ করা সম্ভব হবে না।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন