বগুড়ায় ভুয়া সোনার মূর্তি দিয়ে প্রতারণার সময় দুই প্রতারককে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের তিনমাথা এলাকায় আঞ্চলিক যুব কেন্দ্রের সামনে প্রতারণার সময় গ্রেফতার করা হয়। দুপুরে বগুড়া র্যাব কাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত দুই প্রতারক হল, জেলার কাহালু উপজেলার কালিপাড়া গ্রামের মৃত আলতাফের ছেলে আব্দুল জলিল (৪৫) ও একই এলাকার মৃত মজিবর মন্ডলের জাহানুর (৪২)। এসময় তাদের কাছে ১টি ভুয়া সোনার মূর্তি, ১টি মোবাইল ও সীম এবং নগদ ৯০০ টাকা উদ্ধার করে।
বগুড়া র্যাব কাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আসামিরা দীর্ঘদিন ধরে নকল সোনার মূর্তিসহ বিভিন্ন ধরণের মূর্তি দ্বারা জনসাধারণকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিত। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার