ঝিনাইদহের মহেশপুর থেকে নারী ও শিশুসহ ১১ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। আজ উপজেলার সামন্তা সীমান্ত হতে তাদেরকে আটক করা হয়।
৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কিছু বাংলাদেশি ভারতে যাওয়ার জন্য সীমান্তের সামন্তা এলাকার মমিনতলা মোড়ে অবস্তার করছে। সে সময় বিওপি সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার আটককৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার