ফরিদপুরের ভাঙ্গা পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ এফ এমডি রেজা (নৌকা প্রতীক) বিজয়ী হয়েছেন। সোমবার ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে তিনি নির্বাচিত হন।
এর আগেও তিনবার মেয়র নির্বাচিত হয়েছেন। এবার চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত হলেন তিনি। এ এফ এমডি রেজা ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে মো. আইয়ুব আলী, ২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জহুরুল হক মিঠুন, ৩ নম্বর ওয়ার্ডে মো. শাহেব আলী মাতুব্বর, ৪ নম্বর ওয়ার্ডে মো. পান্না মিয়া, ৫ নম্বর ওয়ার্ডে মো. সুমন মাতুব্বর, ৬ নম্বর ওয়ার্ডে মো. আবুল কালাম মাতুব্বর, ৭ নম্বর ওয়ার্ডে মো. রফিকুল আলম জাহিদ, ৮ নম্বর ওয়ার্ডে মো. লিয়াকত মোল্লা, ৯ নম্বর ওয়ার্ডে মো. জাকির মুন্সী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ভাঙ্গা পৌরসভায় মেয়র পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন-আওয়ামী লীগ মনোনীত এ এফ এমডি রেজা ফয়েজ, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ও ভাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী ইসমাইল মুন্সী (নারিকেল গাছ প্রতীক)।
বিডি প্রতিদিন/এমআই