ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মুজিববর্ষে পুনর্বাসিত পরিবারের জীবনমান উন্নয়নে উঠান বৈঠক ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রায় অর্ধশতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও প্রদান বিনামূল্যে ওষুধ বিতরণসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ডিজিটাল সেবাসমূহের বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে কৈচাপুর ইউনিয়নের নৈয়ারীকুড়া এলাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তথ্য আপা প্রকল্পের অধীনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনীর আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর মোহাম্মদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক, সমবায় কর্মকর্তা মো. কামরুল হুদা, তথ্য সেবা উপজেলা সমন্বয়ক রাফিজা আক্তার সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন ।
বিডি প্রতিদিন/আল আমীন