সামাজিক বনায়ন গড়ার লক্ষ্যে ও প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত ঠেকাতে নিজেদের অর্থায়নে ১ হাজার তাল গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে নাটোরের সিংড়া উপজেলার মডেল গ্রাম নামে পরিচিত হুলহুলিয়া গ্রামবাসী। বুধবার সকালে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা বনকর্মকর্তা মো. মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পরশ তৌাফক, হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী, হুলহুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারফুল আলম, মোশারফ সরদারসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তি। হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পরশ তৌফিক জানান, গ্রামের বিভিন্ন রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীও প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে তাল গাছের চারা রোপণ শেষ হলে আরও ৪ হাজার ফলদ, কাঠ ও ওষুধি গাছের চারা রোপণ করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন