বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বগুড়ায় ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) বগুড়ার আয়োজনে সোমবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে 'গার্লস টেকওভার’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনের আওতায় বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক এর প্রতীকি জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন এনসিটিএফ বগুড়ার সাধারণ সম্পাদক ১৫ বছরের আফিয়া ইবনাত। আফিয়া বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘন্টার জন্য প্রতীকি জেলা প্রশাসক হিসেবে ছিলেন।
অনুষ্ঠানে এনসিটিএফ বগুড়ার সাধারণ সম্পাদক আফিয়া ইবনাত জেলা প্রশাসক জিয়াউল হকের কাছে অনুষ্ঠানটি করতে অনুমতির জন্য এনসিটিএফ সভাপতি জুবাইর আহমাদ স্বাক্ষরিত একটি আবেদনপত্র দেন। বগুড়া জেলা প্রশাসক উক্ত সময়ে প্রতীতি জেলা প্রশাসককে উক্ত পদের কি কি দায়িত্ব সেই সম্পর্কে ধারণা প্রদান করেন। এসময় অফিসের বিভিন্ন রেজিস্টা্রর কিভাবে সংরক্ষণ করতে হয়, কিভাবে একটি অফিসের বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়, সে সব বিষয়ে পরামর্শ প্রদান করেন। প্রায় ১ ঘন্টার জন্য প্রতীকি দায়িত্বপ্রাপ্ত হয়ে ডিসির কার্যালয়ে অবস্থান করেন।
বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক বলেন বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদেরকে পর্যাপ্ত সুযোগ করে দেয়া যায় তবেই একটি সমৃদ্ধ নগরী তথা দেশ গঠন করা যাবে। আজকের শিশুরাই একদিন সমাজের বিভিন্ন স্তরে কাজ করে সমাজকে এগিয়ে নিয়ে যাবে। নিজেকে যোগ্য করে গড়ে তুলে বড়বড় কর্মে নিজেকে সামিল করবে। এই ধরনের কর্মসূচীর মাধ্যমে কিশোরী, কন্যা শিশু অথবা যুব নারীদের নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে আত্মবিশ্বাসী এবং উৎসাহিত করবে।
এনসিটিএফ বগুড়া জেলা ভলেন্টিয়ার সঞ্জু রায় এবং পারমিতা ভট্টাচার্য স্বর্ণার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (গোপনীয়) আশরাফুর রহমান, এনসিটিএফ বগুড়ার উপদেষ্টা এবং দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, এনসিটিএফ বগুড়ার সভাপতি জুবাইর আহমাদ, সহসভাপতি যারিন সুবাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল হক, সাংগঠনিক সম্পাদক অনিক হাসান অভি, শিশু গবেষক যথাক্রমে মালিহা ইসলাম ও প্রিতম হাসান, শিশু সাংবাদিক যথাক্রমে সানজিদা আজমির ও আব্দুল্লাহ আল সিহান, চাইল্ড পার্লামেন্ট সদস্য যথাক্রমে তাবাচ্ছুম নাহার দিয়া এবং মাহমুদ আল জিহাদসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন