ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের রামনগর মাঠে সরকারি হালটে থাকা ৪টি তালগাছ কেটে নেবার অভিযোগ পাওয়া গেছে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিয়ার রহমান মোল্লার বিরুদ্ধে। কেটে নেওয়া গাছ গুলোর মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগে জানা গেছে, বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের রামনগর মৌজার রামনগর মাঠের সরকারি হালটে থাকা ৪টি তালগাছ সোমবার বেলা ১০টার দিকে কয়েকজন শ্রমিক কেটে নেন। গাছকাটায় অংশ নেওয়া ৪ জন শ্রমিক জানান, ২ হাজার টাকায় তারা গাছ গুলো কাটছেন। তারা জানান, স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান মোল্লা তাদের গাছ কাটার জন্য ভাড়া করেছেন। গাছ কাটার সাথে জড়িত শ্রমিক চালিনগর গ্রামের নুর ইসলাম জানায়, ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মোল্লা গাছ গুলো কেটে বোয়ালমারী বাজারে পৌছে দিতে বলেছেন।
গাছ কাটার ব্যাপারে ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মোল্লা বলেন, গাছগুলো আমার জমির আইলের (সিমানার পাশের)।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, চেয়ারম্যান সাহেবকে গাছ কাটা বন্ধ করতে বলা হয়েছে। যেখান থেকে গাছগুলো কাটা হয়েছে সেটা সরকারি হালট নাকি ব্যক্তি মালিকানা জায়গা তা তহশীলদারকে দিয়ে মঙ্গলবার মেপে দেখা হবে। সরকারি হালটের গাছ কাটলে চেয়ারম্যানের বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম বলেন, গাছ কাটার খবর পেয়েছি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন