সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে দুইশতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। জয়পুরহাট সনাতন পরিবার আয়োজনে সোমবার দুপুরে শহরের কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরে এসব বস্ত্র বিতরণ করা হয়।
সনাতন পরিবারের আহবায়ক জীবন কুমারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য এড. নৃপেন্দ্রনাথ মন্ডল, জেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি এড. হৃষিকেশ সরকার, সাধারন সম্পাদক সুমন কুমার সাহাসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন