২৪ অক্টোবর, ২০২১ ২১:৫১

নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীকে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বরগুনা প্রতিনিধি:

নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীকে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বরগুনায় ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এম এ বারী বাদল নৌকার প্রার্থী নাজমুল ইসলাম নাসিরের বিরুদ্ধে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। আজ বরগুনা প্রেসক্লাবে সংবাদ সন্মেলনে চেয়ারম্যান প্রার্থী বারী বাদল অভিযোগ জানান, বিগত নির্বাচনে আমি আওয়ামী লীগের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। এবছরও দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম। কিন্তু মনোনয়ন পাইনি। আমার জনসমর্থন থাকায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছি।

বারী বাদল অভিযোগ করেন, ১১ নভেম্বরের নির্বাচনে যাতে সাধারণ ভোটার শান্তিপূর্ণভাবে ভোট দিতে না পারে এ জন্য নৌকার কর্মী ও প্রার্থী হুমকি দিচ্ছে ও ভয়-ভীতি দেখাচ্ছে। 

এম এ বারী বাদল এক সময় জাতীয় পার্টি ও বিএনপির রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বারী বাদল বলেন, তখন রাজনীতি কি তা ভালো করে না বুঝেই রাজনীতি করেছি। যখন বুঝেছি মুক্তিযুদ্ধের চেতনার বাইরে রাজনীতি করা ঠিক না। তখন থেকেই আওয়ামী লীগের রাজনীতি করি।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর