২৮ অক্টোবর, ২০২১ ২০:১১

সিরাজগঞ্জে অজ্ঞাতসহ যুবদলের ১৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে অজ্ঞাতসহ যুবদলের ১৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জে পুলিশ-যুবদল সংঘর্ষের ঘটনায় বিএনপি-যুবদল ও ছাত্রদলের জ্ঞাত-অজ্ঞাতসহ ১৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার গভীর রাতে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক শাহ আলম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলায় জেলা যুবদল সভাপতি মির্জা আব্দুর জব্বার বাবুসহ দলটির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের নাম রয়েছে। 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, সরকারি কাজে বাঁধাদান, পুলিশের উপর হামলা ও দুজন পুলিশকে আহত করার ঘটনায় এ মামলাটি দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

এর আগে বুধবার সকালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ইবি রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে রাস্তা বন্ধ করে সমাবেশ করাকে কেন্দ্র করে পুলিশের সাথে যুবদল নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় পৌণে দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ৩ পুলিশ সদস্য এবং যুবদলের ১০ নেতাকর্মী গুলিব্ধিসহ ২০জন আহত হয়। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর