রাঙামাটিতে তিন দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ‘মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ প্রতিপাদ্যে সামনে রেখে রাঙামাটি শহরের মহড়া প্রদর্শন করেন জেলা ফায়ার সার্ভিস সদস্যরা। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী করেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়।
রাঙামাটি জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, প্যানেল মেয়র কালায়ন চাকমা, রাঙামাটি পেট্রল পাম্প সমিতির সভাপতি মুনিরুজ্জামান মহসিন রানা, প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের পরিচালক নূরুল আবছার উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানের শেষে অগ্নিনির্বাপক সম্পর্কে রাঙামাটির দমকল বাহিনীর চৌকস কর্মীরা বিভিন্ন মহড়া প্রদর্শন করেন। একই সাথে শহরে র্যারি বের করে অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেতে বিভিন্ন প্রচারণা চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিডি প্রতিদিন/এমআই