জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। এতে সকাল হতে মহাসড়কে কোন ধরনের দূরপাল্লার ও আঞ্চলিক যানবাহন চলছে না। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় কোন যানবাহন চলছে না। এতে বের হওয়া সাধারণ মানুষের ভোগান্তি ও ক্ষোভ দেখা গেছে। ধর্মঘট শুরু হওয়ায় কোন বাস চলছে না। তবে রাতে যে সকল গাড়ি ঢাকায় প্রবেশ করেছে সেইসব গাড়ি ফিরতে দেখা গেলেও কোন যাত্রী নিচ্ছে না। এতে শতশত সাধারণ মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। বিশেষ কাজে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে সিএনজি ও মোটরসাইকেলে অনেকেই যাচ্ছেন।
বগুড়াগামী একটি বাসের চালক আব্দুল মতিন বলেন, আমরা ফিরে যাচ্ছি। তবে কোন যাত্রী নেওয়া হচ্ছে না। গাড়ি বগুড়া ফিরে যাচ্ছে। কিন্তু সেখান হতে আর গাড়ি ছাড়ব না। আমাদের মালিক সমিতির সিদ্ধান্ত যেটা ওটাই মেনে চলবো।
সালনা হাইওয়ে পুলিশের ওসি মীর গোলাম ফারুক জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য গোয়েন্দা পুলিশের নজরদারি রয়েছে। রাস্তায় যাতে কোনো প্রতিবন্ধকতা করতে না পারে সেজন্য হাইওয়ে পুলিশ কাজ করেছে।
বিডি প্রতিদিন/এএম