জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ডাকা ধর্মঘটে লক্ষ্মীপুরে গণপরিহন চলা বন্ধ হয়ে অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সকাল থেকে বাস টার্মিনাল এলাকা থেকে কোন পরিবহন ছাড়েনি। সব যানবাহনের কাউন্টারগুলোও বন্ধ রয়েছে। শুক্রবার ভোর থেকে ধর্মঘট পালন করছে বাস-ট্রাক মালিক এ্যাসোসিয়েশন।
সংশ্লিষ্টরা বলছেন, তেলের দাম বৃদ্ধি করার ঘোষণা দিলে একইসঙ্গে ভাড়া কত বাড়বে সে ঘোষণাও দিতে হবে। কিন্তু শুধু তেলের দাম বৃদ্ধির কথা বলা হয়েছে, ভাড়ার বিষয়ে কিছু বলা হয়নি। তাই সারাদেশে অনির্দিষ্টকালের জন্য বাস-ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।’
বিডি প্রতিদিন/এএম