কক্সবাজারের চকরিয়া উপজেলায় তৃতীয় ধাপে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত নারী সদস্য পদে একজন ও সাধারণ সদস্য পদে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। আজ মনোনয়নপত্র যাচাই-বাচাই করে তথ্যগত বিভ্রাটের কারণে এসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এদিকে পেকুয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৬ জন ও সাধারণ সদস্য পদে ২৮৫ জন প্রার্থীর দাখিলকৃত সব মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলার সাহারবিল ইউনিয়নে চেয়ারম্যান পদে একজন, সাধারণ সদস্য পদে দুইজন, বিএমচর ইউনিয়নে চেয়ারম্যান পদে একজন, সাধারণ সদস্য পদে তিনজন, পূর্ব বড় ভেওলা ইউনিয়নে চেয়ারম্যান পদে একজন ও বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন- সাহারবিল ইউনিয়নে জাপা (এরশাদ) সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জুনাইদুল হক, বিএমচর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন, পূর্ব বড় ভেওলা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুরুল্লাহ চৌধুরী ও বদরখালী ইউনিয়নে বিএনপি সমর্থীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী চৌধুরী। এছাড়া কৈয়ারবিল ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে একজন, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে সাধারণ সদস্য পদে একজন ও কাকারা ইউনিয়নে সাধারণ সদস্য পদের একজন প্রার্থী মনোনয়নপত্র বাতিল করা হয়। যাচাই বাচাই কালে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৬জন ও সাধারণ সদস্য পদে ৩৭৮জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।
চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.শহিদুল ইসলাম বলেন, তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য চকরিয়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্রে তথ্যগত বিভ্রাটের কারণে স্ব-স্ব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্ণিং কর্মকর্তাগন এসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেন। তিনি আরও বলেন, বাতিল হওয়া প্রার্থীগণ আগামী তিন দিনের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আপিল আবেদন করতে পারবেন।
বিডি প্রতিদিন/এএম